‘ডিজিটাল দুনিয়ায় উলঙ্গের মতো দাঁড়িয়ে আছি আমরা’

২১ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০৪  
আট মাসেও ব্রডকাস্ট আইন পাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপার্সন হাসানুল হক ইনু। বলেছেন, আমি মন্ত্রণালয় ছাড়ার আগে আমি এই আইনটি মন্ত্রিসভায় পাশ করে দিয়ে আসলেও এখন তা আইন মন্ত্রণালয়ে পড়ে আছে। প্রতিদিন ৩ হাজার ওয়েব পোর্টাল চলছে। আইপি টিভি চালু হয়ে গেছে। নিয়ন্ত্রণ তো দূরের কথা; এখন পর্যন্ত কোনো ব্যবস্থাপনাই তৈরি হয়নি। এর ফলে উন্মাদদের প্রচারণায় রাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার মোহাম্মাদপুরস্থ ওয়াই ডব্লিউসিএ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত দুই দিনের বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স (বিডিসিগ-২০১৯) স্কুলের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, আমরা গুগল ফেসবুকে আমাদের তথ্য দিচ্ছি। এসব তথ্য তারা দানবের মতো একচেটিয়া ব্যবহার করছে। বিক্রি করছে। কিন্তু আমি আপনি কিছু পাচ্ছি না। স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য তাদের কাছে তুলে দিয়ে ওদের সামনে উলঙ্গের মতো দাঁড়িয়ে আছি। তারা আমাদের সব কিছু জানে। আর এসব তথ্য তারা প্রতিপক্ষ ও ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। তিনি বলেন, ডিজিটাল কমার্স আইন, তথ্যের নিরাপত্তা আইন এবং ইন্টারনেটের সহজ ল্যভ্য ও প্রাপ্যতা সাংবিধানিক অধিকার। এ বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে ব্রডকাস্ট নীতিমালা করে ডিজিটাল মিডিয়ায় সুশাসন নিশ্চিত করতে হবে। বিআইজিএফ সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হকের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান, আইএসপিএবি সভাপতি এম এ হাকিম।